স্টাফ রিপোর্টার : প্রায় ছয় মাস পূর্বে হারিয়ে যায় মানসিক ভারসাম্যহীন আসিফ (১৭) নামের কিশোর। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোষ্টও করেন। দীর্ঘদিন পার হলেও তার সন্ধান মেলেনি। গত এক মাস আগে আসিফ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক নম্বর বালু ঘাটে আশ্রয় নেন। স্থানীয়রা তার পরিচয় জানার চেষ্টা করেন। সে ঠিকমত বলতে পারেনি। এক মাস যাবত স্থানীয়রা তার পোশাকসহ খাবারের ব্যবস্থা করেন।
দুর্গাপুরে অবস্থানকালীন সময়ে ছাত্রলীগের এককর্মী জুয়েল আহমেদ মাঝে মাঝে কিশোরকে তার বাড়ির কথা জিজ্ঞেস করতেন। একদিন সে ধামরাই বলতে পারলেও এর বেশি কিছু বলতে পারেনি। জুয়েল ফেসবুকে ধামরাই এলাকার গ্রুপ খোঁজে একটি গ্রুপে সংযুক্ত হন। তাতে কিশোরটির অবস্থান অবগত করেন। এই সুত্র ধরে নিখোঁজের পরিবার তার সাথে যোগাযোগ করেন।
হারানো আসিফ (১৭) ঢাকার ধামরাই উপজেলার অর্জুননাইল গ্রামের কৃষক মো. উসমান গণির ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আসিফ দ্বিতীয়। চিকিৎসায় মানসিক ভারসাম্যহীন অবস্থা ভাল হলে এসএসসি পাসও করেন আসিফ। অর্থের অভাবে ওযুধ ঠিকমত সেবন করতে না পারায় ফের মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এই কিশোর।
জুয়েল আহমেদ জানান, ওরে প্রায় সময়ে জিজ্ঞেস করলে পরিচয় বলতে পারতো না। একদিন শুধু ধামরাই শব্দটা বলতে পারে। পরে আমি ধামরাই একটা ফেসবুক গ্রুপের যুক্ত হই। সেখানে ছবি সহ পোষ্ট করলে গত তিনদিন আগে আসিফের মামা ও ভাই আমার সাথে যোগাযোগ করেন। গত মঙ্গলবার রাতে দুর্গাপুরে আসেন আসিফের মা ও ভাই।
আসিফের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার মামী বিলকিস আক্তার বলেন, চিকিৎসার পরে আসিফ মাথার সমস্যা থেকে ভাল হবার পর ২০২০ কি ২০২১ সালের দিকে এসএসসি পাশ করেছে। অর্থের অভাবে ঠিকমত ওষুধ খাওয়াতে না পারায় তার আগের সমস্যা আবার দেখা দেয়। গত ছয় মাস পূর্বে হারিয়ে গেলে তার সন্ধানে আমরা ফেসবুকে পোষ্ট করি। দুর্গাপুর এলাকার জুয়েল নামের একজন ধামরাই গ্রুপে আসিফের অবস্থান সম্পর্কে পোষ্ট করেন। আমার এক পরিচিত তা দেখতে পান। জুয়েলের সাথে যোগাযোগ করে আসিফের মা ও ভাই দুর্গাপুরে যান। আসিফকে নিয়ে আজ (বুধবার) ভোর তিনটার দিকে বাড়িতে নিয়ে আসেন তার মা। সে বাড়ির সকলকে চিনতে পেরেছে বলে জানান তিনি।