দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: নিত্যপণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনার মামলায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ১৪ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস, সৈয়দ নুরে আলম সিদ্দিকী সোহাগ।

আইনজীবী সোহাগ জানান, গত ১২ আগস্ট তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ফেনী সদর থানা পুলিশ ২৪ নেতার নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।

এ মামলায় মঙ্গলবার যুবদল ফেনী জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ওরফে ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম মাস্টার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাঝী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দাগনভূঁইয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন ওরফে ভিপি ইমামসহ ১৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এ সময়ের মধ্যে আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version