পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ডের মহিপাল চৌধুরী বাড়ী সংলগ্ন এলাকায় ভূঁইয়া মেমোরিয়াল পাইলস এন্ড পলিপস চিকিৎসালয়ে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ভুঁইয়া নামে এই প্রতারককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২২ আগস্ট) অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক এই।
অভিযান পরিচালনা কালে দেখা যায়, ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লি: নামীয় প্রতিষ্ঠানে মো: আনোয়ার হোসেন ভুঁইয়া এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন। বিএমডিসি সনদ না থাকলেও দীর্ঘদিন ধরে মানুষকে সার্জারি চিকিৎসা দিয়ে আসছে।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন ডা: এস এস আর মাসুদ রানা ও ডা: যুবায়ের ইবনে খায়ে। এছাড়াও ফেনী মডেল থানার পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।