দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় তিন চাকার মাহিন্দ্র ট্যাম্পুর চাকা ব্রাস্ট হয়ে রাস্তা পাশে খাদে পড়ে এক নারী নিহত ও আহত হয়েছেন পাঁচজন। নিহত নারী হাসিনা আক্তার (৩০) উপজেলার শাহবাজগাঁও গ্রামের মো. মমিন আলীর স্ত্রী। ওই নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন নিহতের স্বামী।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নে চান্দুয়াইল গ্রামের দিঘির বাড়ি নামক স্থানে চলন্ত টেম্পুর চাকা ব্রাস্টের ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত একই উপজেলার পাচগাঁও গ্রামের মো. সামির উদ্দিনের স্ত্রী মোসা. মমতাজ বেগম (৫০) এবং একই গ্রামের মো. মোমেন আলী ও নিহতের ছেলে মো. হোসেন মিয়া (১৮) এই দুজনকে ময়মনসিংহ মেডিকেল (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত মাহিন্দ্র চালক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালাশ্বর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মামুন মিয়া (৩২) কলমাকান্দা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন। এছাড়া আরো আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

জানা যায়, নারী ও শিশুসহ ১২ জন মৃত্যু পথযাত্রী অসুস্থ আত্মীয়কে দেখতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের জংগলবাড়ি গ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন। ময়মনসিংহ এসে মাহিন্দ্র ট্যাম্পু রিজার্ভ করে দুর্গাপুর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে চান্দুয়াইল দিঘির বাড়ি নাম স্থানে ট্যাম্পুর চাকা ব্রাস্ট হয়ে রাস্তার পাশে পড়ে যায়। হাসিনা আক্তার ছিটকে অনেক দূরে খাদের পানিতে তলিয়ে যান। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা চালকসহ সকল যাত্রীকে উদ্ধার করে কলামাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, হাসিনা আক্তার, মমতাজ বেগম ও হোসেন মিয়া এই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাড়ী চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতেরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version