স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে প্রাইভেট কার থেকে পাঁচ বস্তায় দুইশো বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা-পুলিশ। এরসাথে জড়িত দুজনকে আটক ও তাদের ব্যবহৃত রেন্ট কারের সাদা রংয়ের প্রিমিও মডেলের প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেওয়া পশ্চিম খন্দ এলাকার মো. রহিদুজ্জামান রহিম (২০) এবং একই উপজেলার বহেরার চালা (মাঝের কান্দা) এলাকার মো. রিপন (২৮)।
সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে মাদক মামলায় আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত রবিবার দিনগত রাত ১১টার দিকে কলমাকান্দা নাজিরপুর-সিধলী সড়কের উপজেলা চন্ডিগড় ইউনিয়নের সিংপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম।
এ মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ জানান, যে সড়ক থেকে প্রাইভেটসহ আটক করা হয়েছে তা তাদের কাছে খুবই পরিচিত মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোথা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করেছে তা স্বীকার করেনি। এগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল তা জানা গেছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তদন্ত কাজ চলমান আছে। আদালতের কাছে রিমান্ড আবেদন চাওয়া হবে জানা তিনি।