তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে ছবুরন নেছা নামে শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতিনামারী গ্রামের একটি পুকুরে পড়ে ১১০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত ভেদা শেখের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলের বাড়ি যাওয়ার পথে পা পিছলে একটি পুকুরে পড়ে যান ছবুরন নেছা। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধার ছেলের স্ত্রী তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।