পার্শ্ববর্তী কোনো দেশ বা রাষ্ট্র নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকতে চাই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (২০) আগস্ট দুপুরে বিএসএমএমইউতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
রাজ্জাক বলেন, একটি গণতান্ত্রিক স্থিতিশীল সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলন করে, হুমকি দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। ২০২৩ সালে এ দেশে নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভোটেই আমরা আগামী দিনের সরকার গঠন করতে চাই। জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে তাহলে আমরা জনগণকে স্যালুট করে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব।
তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, সেই কবর থেকে বিএনপি আর কোনো দিন বের হতে পারবে না। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তারা যদি নিজেদের সম্পৃক্ত করতে না পারে, মানুষের কাছে যদি ক্ষমা না চায়, যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা এদেশের ক্ষমতায় আসবে না।
নির্বাচন কমিশন নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা। আমাদের সংবিধানে রয়েছে, সকল নির্বাহীরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রীসহ আমিও একজন নির্বাহী। সবাই নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে, সেভাবেই আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি সেই নির্বাচনে আসবে।
তিনি বলেন, কেউ যদি বলে অমুক দেশ আমাদের স্থিতিশীল করবে, ক্ষমতায় রাখবে এসব ভিত্তিহীন কথা। আওয়ামী লীগ জনগণের, জনগণের মাঝ থেকে ক্ষমতা নিয়ে উঠে এসেছে। আমরা কোনোদিন, পার্শ্ববর্তী দেশ, বিদেশি বা ক্ষমতাশীল দেশ, পরমাণু শক্তিধর দেশ, কাউকে আমরা মনে করি না, আমাদেরকে ক্ষমতায় রাখবে। আমরা জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল।
দ্যা মেইল বিডি/খবর সবসময়