মো. মাসুম বিল্লাহ, দ্যা মেইল বিডি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্ত্বরে বিকেলের স্নিগ্ধ আলোয় অবগাহন করছিলো তারুন্যের ভরা জনা চল্লিশেক মুখ। সবার মধ্যে অপেক্ষার উত্তেজনা।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর ময়মনসিংহ জেলায় ডিরেক্টর লেভেলের প্রথম প্রোগ্রাম। অল্পক্ষণের মধ্যেই হাজির হলেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড টপ ম্যানেজমেন্টের পরিচালক (সার্বিক) শাকিল আল-আমিন। তার সাথে কথা বলে জানা গেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন “ বাংলাদেশে প্রতি বছর অনেকগুলো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আমার দক্ষতায় আমার ক্যারিয়ার এই স্লোগান নিয়ে প্রথম বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী অলিম্পিয়াড বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। পিছিয়ে পড়া, ক্যারিয়ার সম্পর্কে অসচেতন শিক্ষার্থীদের এক ছাতায় নিচে নিয়ে আসার জন্য এই আয়োজন করা হচ্ছে। নবম-দশম, ইন্টারমিডিয়েট ও টারশিয়ারি লেভেল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এই প্লাটফর্ম। কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ইতিমধ্যেই উপজেলা, জেলার কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর আমরা মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি”!
তার মাধ্যমে জানা গেল এই প্লাটফর্মের ফাউন্ডার শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং তিনি নিজেও একজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা।
শুক্রবারের এই ক্যারিয়ার আয়োজনে আরো উপস্থিত ছিলো ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর জুম্মন আলী ও তার পুরো জেলা টিমের প্রায় ৪০ জন টিম লিডার ও শুভাকাঙ্ক্ষী।
ক্যারিয়ার বিষয়ক অনুপ্রেরণামূলক পর্ব, ফটোসেশান, আলাপচারিতা প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে চমৎকার একটা বিকেল কেটেছে তাদের।