স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির পেছনে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে সাইদুর রহমান (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নে বাট্টা মধ্যপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সাইদুর একই গ্রামের আবুল হাসেমের ছেলে এবং তিনি কৃষক ও মৎস্যজীবি ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, সাইদুর রহমান বাড়ির পেছনে কাইল্লাইন বিলে মাছ ধরার সময় বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। বৃষ্টি ও বজ্রপাত শেষে রাত পৌনে ৮টার দিকে স্বজনের খোঁজতে গিয়ে দেখতে পান বজ্রপাতের শিকার হয়ে তিনি পানিতে ভেসে আছেন। সাইদুর রহমানকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে।
কেন্দুয়া উপাজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, বজ্রপাতে নিহতের খবরটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন সাহায্যের জন্য আবেদন করেন নাই। আগামীকাল (শনিবার) খোঁজ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।