স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মনসা পূঁজা শেষে মন্ডপের সামনে গান বাজনার সময় পাপ্পু সরকার (২৭) নামে এক যুবক বিদ্যূৎস্পৃষ্টে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নওয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পাপ্পু সরকার একই গ্রামের পুর্ণ সরকারের ছেলে।
নিহতের বাবা পুর্ণ সরকার জানান, মনসা পূঁজা শেষে সন্ধ্যার পরে পাপ্পু ও তার বন্ধুরা মিলে এলাকার মন্ডপের সামনে লাউড স্পিকারে গানের সাথে নাচের তালে আনন্দে মশগুল ছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে আসলে পাপ্পু লাউড স্পিকারের প্লাগ সকেটের সাথে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান হাসপাতালে আনার পূর্বে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।