পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে দোকান চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় মো: কামাল উদ্দিন, মো: আবদুল জব্বার ও মো: মনির হোসেন নামের বাজারের ৩ নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে চুরির ঘটনায় পরশুরাম উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের স্বত্বাধিকারী মো: আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো: কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো: মনির হোসেন (৫০)। জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে। পুলিশ, ক্ষতিগ্রস্ত দোকানী ও বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের দরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’ পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে।