স্টাফ রিপোর্টার ১৫ আগস্ট ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নোমান বখত পলিনের নেতৃত্বে পৌরশহরে বিশাল শোক র্যালী মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়৷ আজ ১৫ আগস্ট সোমবার বেলা ১১টায় র্যালী ও মিছলটি সুনামগঞ্জ পৌরসভাচত্তর প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভায় মিলিত হয়৷ জেলা জেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পবিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল এর নেতৃত্বে চেম্বার অব কমার্সের সামনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকরের নেতৃত্বে শিল্পকলা একাডেমী থেকে র্যালী বের হয়। পৌর চত্বরে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নোমান বখত্ পলিন বলেন, আজকের শোক র্যালীটি প্রমান করেছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও সকলের হৃদয়ে আছেন৷ তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে স্বাধীনতাবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী কর্মকর্তাদের হাতে সেদিন বঙ্গবন্ধু ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবার শহীদ হন। তিনি আরো বলেন, ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। সেদিনের জঘন্যতম হত্যাকাণ্ডে থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর আপন ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ অনেকে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে সেদিনের নৃশংস হত্যাযজ্ঞের সময় বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা৷ তিনি বলেন, আগস্টের এই শোকের দিনে আপনার সবাই আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং শোক র্যালীতে অংশগ্রহণ কারী আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অংশগ্রহণকারী সকালে প্রতি কৃতজ্ঞতা জানান৷ এ সময় শোক সভা, র্যালী ও আলোচনা সভায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নজরুল ইসলাম শেফু, সবেক সভাপতি এড. চাঁন মিয়া, এড. শুক্কুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সাবেক ছাত্রলীগ নেতা, ঝন্টু তালুকদার, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ স্বজন, যুব মহিলা লীগের সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক সভাপতি চাঁদনি আক্তার সহ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, সেচ্চা সেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷