টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকীও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী ও যুগ্ম আহবায়কগণ, সেচ্ছা সেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, ওসি মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। যদুনাথ সরকারী স্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমুহের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতা কর্মী বৃন্দ। শোক দিবসের র্যালী শেষে, নয়ান খান স্কুল মাঠে যুবলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, খঃ আবু সাইদ টিটু, শাহিনুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন, ১৫ আগস্ট হচ্ছে একটি অভিশপ্ত দিন, এই দিনটি আমাদের জন্য শোকাবহ ও বেদনাদায়ক একটি দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ এ দিনে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের পর খাবার বিতরণ করা হয় ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment