শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৫ আগস্ট নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহমুদুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, এস. আই. টি. সোহাগ আকন্দ সহ নান্দাইল উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত্বকরণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনা নান্দাইল উপজেলা আওয়ামী লীগে সহ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ, কৃষক লীগে, সেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগের হাজারো নেতা কর্মী র্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।