মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুরুড়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,পবিত্র কুরআন মাজিদ খতম, মিলাদা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় পুরুড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পুরুড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এস এম নুরুল ইসলাম। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান। জাতির জনককে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের মধ্যে যে কয়েকজন এখনো বিদেশে পলাতক তাদের দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে আহ্বান জানান। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন পুরুড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. গোলাম মোস্তফা মাস্টার,সহকারি শিক্ষক আবুল হাসান,সহাকারি শিক্ষক রমজান আলী ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো.মাসুম বিল্লাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, রাজনৈতিক দূরদর্শিতা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করেন ও শোককে শক্তিতে পরিণত করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক মো.জাহাঙ্গীর আলম ও মিলাদ মাহফিল, দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা নাজমুল ক্বারী। এছাড়া ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মাওলানা জামাল উদ্দিনের তত্ত্বাবধানে ১৫ আগস্টে শাহাদতবরণকারী শহীদদের আত্তার মাগফেরাত কামনা করে কুরআন মাজীদ খতম দেওয়া হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment