স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে পৌরশহরে সাতপাই এলাকায় একাত্তরের দালাল নির্মূল কমিটি নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে একাত্তরের দালাল নির্মূল কমিটি পৌর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লিমনের সঞ্চালনায় ও সভাপতি মুরাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের দালাল নির্মূল কমিটির জেলা শাখার আহবায়ক ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কেশব রঞ্জন সরকার।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান রতন, জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান নোমান, জেলা আ.লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, একাত্তরের দালাল নির্মূল কমিটির সদস্য শাহীন উদ্দিন আহমেদ (ভিপি শাহীন), সদস্য হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।