স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় নিখোঁজের তিনদিন পর সাগর মিয়া (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর গলায় রশি প্যাঁচানো ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা-পুলিশ। নিহত স্কুল ছাত্র কালমাকান্দার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। সাগরের পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাউসি এলাকায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রবিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় জেলেরা কলমাকান্দার রাজনগর গ্রামের দক্ষিণ পাশে গোমাই নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বিকেলের দিকে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়ভাবে জানা যায়, নিহতের বাড়ির পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টার নয়ানগর গ্রামে একই বিদ্যালয়ের পিংকি নামে এক সহাপাঠিসহ চার-পাঁচজন সহপাঠিদের বাড়ি। গত শুক্রবার রাত আনুমান রাত ৯টার দিকে সহপাঠিদের ফোন পেয়ে সাগর ওই গ্রামে আসেন। এরপর হিরন মিয়া (২২) নামে এক যুবকের সাথে মোটরসাইকেল যোগে আসতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে নিখোঁজ থাকেন ওই স্কুল ছাত্র।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে বিভিন্ন এঙ্গেল নিয়ে কাজ করছে পুলিশ।