দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা আমির হোসেন খোকনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে হাতুড়িপেটা করার অভিযাগ পাওয়া গেছে। শনিবার সোনাগাজী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন খোকন রেফ্রিজারেটরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খোকনকে উদ্ধার করে ফেনী ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭/৮ জন যুবক খোকনের দোকানে প্রবেশ করে তাকে পিটুনি দিয়ে দোকানের বাহিরে নিয়ে আসে। পরে হাতুড়ি দিয়ে তাকে এলোপাথারি পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। আহতের ভাই ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ বলেন, তার ভাই খোকন চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি সোনাগাজী বাসস্ট্যান্ডের খোকন রেফ্রিজারেটর দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। দেলোয়ার হোসেন সোহাগ আরো বলেন, পৌর যুবলীগের সভাপতি-সেক্রেটারীর অনুসারি কয়েকজন যুবলীগকর্মী গত কয়েকদিন যাবৎ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তা চেয়ে তিনি ( ১২ আগস্ট) শুক্রবার রাতে সোনাগাজী মডেল থানায় একটি জিডি করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার বেলা ১ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে ১০-১২জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে তাকে প্রথমে বাশের লাঠি ও পরে হাতুড়িপেটা করে গুরতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রাতে খোকনের ভাই দেলোয়ার হোসেন সোহাগ বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ দাইয়ান বলেন, দুই পক্ষের বিরোধের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির ভাই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version