মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ জয়পুরহাটে জেআর ডিএমের বার্ষিক কর্মী সভা শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জেআরডিএম এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট রুবাল ডেভেলপমেন্ট মুভমেন্ট এর প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং) এরশাদুল কবিরের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেআরডিএমের কার্যনির্বাহী সভাপতি রোকসানা খলিল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহসভাপতি সুলতান নাসির উদ্দিন, কোষাধক্ষ্য নিলুফা জহুর লিলি, সদস্য আজাদ আলী, আলা উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র উপ- পরিচালক শওকত আলী। শেষে কর্মীদের মূল্যালয়নের ভিক্তিতে পুরুস্কার, সম্মাননা স্বারক প্রদানসহ কর্মীদের পদন্নোতি ঘোষনা দেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment