কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা হতে সাত বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করে পুলিশ। ১২ আগষ্ট (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। পুলিশ তদন্ত কেন্দ্রের তথ্য মতে, আটককৃতরা হলেন রিয়াজ উদ্দিন (২৭), পিতা- হাসেন আলী, মিজান মিয়া (২৮), পিতা- মফিজউদ্দিন, উভয়েই উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা। পাঁচগাও সীমান্ত হতে মদ সংগ্রহ করে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে যাবার পথে আটক হয় তারা। সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কান্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্র সিধলী এলাকা হতে দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।