স্টাফ রিপোর্টার : নেত্রকোনাার পূর্বধলা উপজেলা ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জুগলী মোড় এলাকায় ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম সোহেরের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উপর লিখিত বই বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আজিজ, ১০নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সাগর, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক এরশাদ শেখ, কৃষক লীগ নেতা রাজিব আহসান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আহবায়ক শাহীনুল ইসলাম শাহীন, প‚র্বধলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হারুনুর রশিদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।