জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- আগামী ১৩ আগস্ট ২০২২ দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। অত্র বিশ্ববিদ্যালয় কেদ্রে আগামী ১৩ আগস্ট ২০২২ অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ২,৩০৪ জন পরীক্ষার্থী। এছাড়া এ কেদ্রে আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিবেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২২ থেকে গুছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।