পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে করে তুলে নেয়ার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সোমবার সকালে মধ্যম ধলিয়া গ্রামের আমির আলী হাজী বাড়ীর মো: হারুন তার গরু চিন্তারপুল কুঠিরহাট সড়কের পাশে বেঁধে রেখে বাড়ীতে যায়। সকল ১১টার সময় তিন চোর একটি প্রাইভেটকার সহ হারুনের গরুটি গাড়ীতে তুলে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে শোরচিৎকার করলে গাড়ীটি ঘেরাও করে। এসময় গাড়ীতে থাকা দুইজন পালিয়ে গেলেও শামীম (২২) নামে একজনকে আটক করা হয়। ফেনী মডেল থানার এসআই নারায়ন চন্দ্র গরু চুরির ঘটনায় প্রাইভেটকার জব্দ ও একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ধলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি জানান, ধলিয়া ইউনিয়ন ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় এর আগেও একাধিক গরু চুরি হয়েছে। গতকাল চুরির ঘটনায় জড়িত শামীমকে পুলিশে সেপর্দ করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।