জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার(৫ আগস্ট) বাদ জুম্মা বিশ্বদ্যিালয়ের কেদ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বদ্যিালয়ের কেদ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিজ্ঞান অনুষদর ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগর নেতৃবৃন্দ।