কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শেখ মকছেদুর রহমান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন। বুধবার (৩রা আগস্ট) এ বিষয়ে প্রকাশিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। শেখ মকছেদুর রহমান অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ দায়িত্ব পেয়েছি তবে এই দায়িত্ব একা সামলানো সম্ভব না। শিক্ষার্থী এবং বিভাগের অন্যান্য সদস্যরা পাশে থাকলে আশা করি অত্যন্ত ভালোভাবে বিভাগের দায়িত্ব পালন করতে পারবো। আমি বিশ্বাস করি যেকোন কাজের সফলতা নির্ভর করে দলীয় অংশগ্রহণের ওপর। তাই সকলের সহযোগিতা থাকলে অবশ্যই বিভাগের জন্য ভালো কিছু করতে পারবো। ‘ মোহাম্মদ বেলাল উদ্দিন অনুভূতি ব্যক্ত করে জানান, ‘ আমি এই বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলাম। আবারও নতুন করে বিভাগের দায়িত্ব পেয়েছি, ভালো লাগছে। আমি প্রত্যাশা করি বিভাগের সকলের সহযোগিতায় আমার বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। করোনার কারনে শিক্ষার্থীদের যে ক্ষতিটুকু হয়েছে, আমরা সবাই মিলে সেটুকুও এর মধ্যে কাটিয়ে ওঠার চেষ্টা করবো। কারণ, একার পক্ষে এত কাজ সম্পন্ন করা সম্ভব নয়। আমার বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভালো কিছু করবো ইন শা আল্লাহ। ‘
আপনি যা যা মিস করেছেন
Add A Comment