আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন মো. আফরুজুল হক টুটুল। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।এর আগে কক্সবাজার জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।পরে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএসপি)। ডিএসপির অধীনে এডিসি রমনা, এডিসি তেজগাঁও এবং এডিসি লালবাগ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।