পেয়ার আহাম্মদ চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধার করে মঙ্গলবার দুপুরে কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা বলেন, ফেনী পৌর সভার মধ্যম চাড়িপুর থেকে ১৫৭ টি পাখি উদ্ধার করে কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ফেনীতে বন্য পাখি বেচাকেনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম মধ্যম চাড়ীপুর ১২নং ওয়ার্ড দুলাল মিয়া কলোনীতে অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আতাহার আলী শিকদার(৪২)এর ঘর থেকে বিভিন্ন ধরনের ১৫৭টি বন্য পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ প্রজাতির পাখি রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল বগুড়া, রংপুর ও ঢাকা থেকে এই সমস্ত বন্য পাখিসমূহ সংগ্রহ করে ফেনী নিয়ে আসে। পাখি গুলো ফেনীতে বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে সে বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ১৫৭টি পাখির মধ্যে চন্দন টিয়া ৪০টি, হিরামন ৫টি, মুনিয়া ১শ৫টি, দেশি টিয়া ৭টি ও ১টি দেশি শালিক। উদ্ধারকৃত বন্যপাখি সমূহ অবমুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃততাহার আলী সিকদার (৪২) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর গ্রামের রুস্তম দারগার বাড়ীর মৃত দীল মোহাম্মদের ছেলে। বর্তমানে সে ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ড মধ্যম চাড়ীপুরে দুলাল মিয়ার কলোনীর ভাড়া থাকে।