আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠি সরকারি কলেজ এবছর জেলার মধ্যে শ্রেষ্ঠ (কলেজ পর্যায়ে) শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজের সুনাম সুখ্যাতি ছিল এলাকাবাসীর হৃদয়ে গাঁথা। শিক্ষানুরাগী মানুষের মনের চাওয়া পাওয়াকে পুরনের হাতছানির স্বাক্ষর হিসাবে “জাতীয় শিক্ষা সপ্তাহে-২০২২”-এ কলেজটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ।
রোববার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পত্র গ্রহণ করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ)ঝালকাঠি সরকারি কলেজ নির্বাচিত হয়েছে।শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত করায় আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা আগামীতেও এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।