স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আবু সাঈদ ভূইয়া (৬৪) নামে এক বৃদ্ধ মুদি দোকানির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (৩১ জুলাই) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আবু সাঈদ ভূইয়া উপজেলার সদর ইউনিয়নের মুক্তিনগর গ্রামে মৃত খোরশেদ ভূইয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) লাভলু আহমেদ জানান, গত শনিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে স্ত্রী ও নাতনীকে নিয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। পরে মধ্যরাত অনুমান দেড়টার দিকে হঠাৎ ঘুম থেকে মৃতের স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের রুমে গিয়ে দেখেন প্লাস্টিকের রশি দিয়ে বাঁশের ধন্ন্যার সাথে আবু সাঈদ ভূইয়া ঝুলে আছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।