স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জুলাই) সকালে অফিস সময়ে আসলে চুরির ঘটনা জানতে পারেন ইউএনও। ধারনা করা হচ্ছে এর আগে শনিবার দিনগত রাতে যে কোন সময় নিচতলার বাথরুমের গ্রীল ভেঙে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় ইউএনও অফিসের পাশের কক্ষের আলমারি থেকে চার লক্ষ টাকা ও সিসিটিভির দুটি ডিভিআর সেট চুরি গেছে।
আটপাড়ার ইউএনও শাকিল আহমেদ জানান, রবিবার সকালে অফিসে সময়ে কার্যালয়ে আসলে দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, নগদ টাকা ও সিসিটিভির ডিস্ক চুরি হয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে থানা ও ডিবি পুলিশ এবং সিইআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আটপাড়া থানার ওসি জাফল ইকবাল জানান, আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন কাজের জন্য টাকা ও আপ্যায়ন খরচ বাবদ এসব খাতের চার লক্ষ টাকা, সিসিটিভি ডিভিআরসহ কয়েক বিষয়ে খোয়া যাওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। তদন্ত করে আসামি সনাক্তের কাজ করছে পুলিশ। তবে ইউএনও অফিসের ভেনটিলেটর কয়েক বছর যাবত ভাঙা অবস্থায় রয়েছে জানা গেছে। আগে থেকে ভেনটিলেটর ঠিক করা প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেন তিনি।