মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে সাকিব শেখ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব শেখের বাড়ি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সড়কের উপর থেকে সাকিব নামে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো একটি গাড়ি ছেলেটিকে চাপা দিলে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন বলেন, হাইওয়ের উপর পড়ে থাকা অবস্থায় আমরা কিশোরের লাশটি উদ্ধার করি। আমরা ধারণা করছি, গাড়ির নিচে নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের পরিবার থানায় এসেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।