মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল হাকিম তালুকদার, উপজেলা সাবেক কমান্ডার আব্দুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক ও কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক কালকিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, দুই উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক সহ অন্যান্যরা।