বাবুল হোসেনঃ ২৭৯০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ এমদাদুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত এমদাদুল নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ এনামুল হোসেনের ছেলে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই দিবাগত রাতে নওগাঁ জেলার সদর উপজেলার দয়ালেরমোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭৯০ পিস ট্যাপেন্ডাডলসহ কুখ্যাত মাদক স¤্রাট মোঃ এমদাদুল হককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক স¤্রাট দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক কৌশলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক, মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment