আরিফুর রহমান, ঝালকাঠি ।। ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) ১০টায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ কবির খান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সেলিম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু জনারধন দাস , উপজেলা শ্রমিকলীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ মোঃ মিজানুর রহমান লালন, যুগ্ম আহবায়ক মো. মশিউর রহমান খান , যুগ্ম আহবায়ক হাসান আলম সুমন, উপজেলা যুবলীগ নেতা লাইজুর রহম রিয়াজ , জাকির হোসেন, সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল খান প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment