স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবউরায় ৭১৫ জন অসহায় দুস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত বিজিবির সদর দপ্তরের নিদের্শনায় অস্থায়ীভাবে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই সেবা প্রদান করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বিজিবির ময়মনসিংহের সেক্টরের মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে ধোবাউরায় ৩১ বিজিবির আওতাধীন চারুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) মাইজপাড়া ইউনিয়নে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
একই সাথে এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এ্যাজোথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সিন, লোরাটিডিন, প্যারাইসিটামল, সেফিক্সম, সেফ্রাডিন, অমিপ্রাজল, ডক্সিসাইক্লিন, ওআরস সহ ৬৫টি গ্রুপের ১৮ হাজার ৫০০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও ওয়েনমেন্ট এসব ঔযুধ বিনামূল্যে বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, এ বাহিনীর মেডিকেল ও স্টাফ অফিসারগণ এবং স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।