দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থেকে অপহরণের সাড়ে তিনমাস পর অপহৃত এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লার গোরিপুর বাজার এলাকা থেকে ১২ বছরের অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
এসময় অপহরণকারী যুবক শরীফুল ইসলামকে (২১) আটক করে পুলিশ।

শরীফুল ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ বাসুড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে সম্পর্কে ওই কিশোরীর আপন জেঠাতো ভাই। শরীফুল দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার কোতয়ালী থানার কান্দিরপাড় গ্রামের শিবির জলা মুড়ি ফ্যাক্টরীর সামনে বসাবসা করছিলো।

পুলিশ জানায়, চলতি বছরের ৭ এপ্রিল সকালে বাড়ী থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এক কিশোরী (১২)। পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বখাটে শরীফুল ইসলাম ও তার সহযোগীরা ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফতেপুর আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সিএনজিচালিত অটোরিক্সায় তুলে ওই কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিকেলে কিশোরী স্কুল থেকে বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে স্কুলছাত্রী কিশোরী অপহরণের বিষয়টি জানতে পেরে বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে নিখোঁজের ১৮ দিন পর কিশোরীর বাবা বাদি হয়ে বখাটে শরীফুল ইসলামের নাম উল্লেক করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৭/৩০ ধারায় ফুলগাজী যার মামলা (মামলা নং-১৭) দায়ের করেন।

পুলিশ আরো জানান, পুলিশ দীর্ঘদিন ধরে তদন্ত করে আসামী শরীফুল ইসলামের বর্তমান অবস্থা কুমিল্লায় শনাক্ত করে। পরে পুলিশের একটি দল ২১ জুলাই কুমিল্লার কোতোয়ালী থানা, দেবিদ্বার থানা ও দাউদকান্দি থানার বিভিন্ন স্থানে তল্লাশি করে। দু’দিনের অভিযান শেষে শনিবার দুপুরে গোরিপুর এলাকার একটি বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী মামলার আসামী শরীফুল ইসলামকে গ্রেফতার করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সাথে আদালতে ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দিগ্রহণ করা হয়েছে। এর আগে অপহৃত কিশোরীকে শারিরীক পরীক্ষা শেষ হয়। রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version