স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পুর্বধলায় উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার (ব্যাটারিচালিত) ঘটনাস্থলে বৃদ্ধসহ দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে নিহত উপজেলার শালদীঘা গ্রামের মৃত জাহের আলির ছেলে বৃদ্ধ সুরুজ আলী (৬৫)। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে শাহজাহান মিয়া (২৫) নামে আরেজন যাত্রী নিহত হন। তিনি পূর্বধলার বইরাকান্দা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
অন্যান্য আহতরা হলেন- পূর্বধলার বইরাকান্দা গ্রামের মতিউর রহমানের ছেলে অটোরিকশা চালক জুয়াইদ (২৬) ও একই গ্রামের সুরুজ মিয়ার মিয়ার ছেলে বজলু মিয়া (২৫)।
পূর্বধলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনাচর্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল শাকিব বলেন, সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে দিয়ে একটি দ্রুতগামী ট্রাক দুর্গাপুর উপজেলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক হামিদপুর থেকে শ্যামগঞ্জগামী যাত্রী বোঝাই অটোরিকশাটি মহিষবেড় নামক স্থানে আসলে ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সুরুজ আলী নিহত হন। অটোচালকসহ গুরুতর আহত অন্যান্যদের মমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে শাহজাহান মিয়া মারা যান। বাকি আহত দুজন মমেকে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটি পুলিশ হেফাজতে ও ট্রাকচালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।