স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ বলেছেন ইসলামি আন্দোলন কর্মীদেরকে জেল জুলম নির্যাতনের ভয় দেখিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ কে স্তব্ধ করা যাবেনা
তিনি আজ রবিবার দুপুরে দলের শাল্লা উপজেলা শাখার বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবুল কাসেমের পরিচালনায় অনুষ্ঠিত শুরায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি মাওলানা নূরউদ্দিন আহমদ, বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক, সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সেক্রেটারি হা. জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, দিরাই উপজেলা সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা ইয়াহইয়া বিন হাবিব,প্রমুখ
শুরায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৩শেসনের জন্য মাওলানা বজলুর রহমান কে সভাপতি ও মাওলানা আবুল কাশেম কে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়,
কমিটির অন্যান্য দায়িত্বশীল গণ হলেন সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নুর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদনুর আলম,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আমির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা কয়েস আহমদ,সহ প্রচার সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, পাঠাগার সম্পাদক মাওলানা কামরুজ্জামান, অফিস সম্পাদক মাওলানা নুর হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক হা.ইয়াকুব আলী,নির্বাহী সদস্য ক্বারী আবুল কাশেম প্রমুখ।
এ সময় উলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শয়খ ফয়েজ আহমদ।