পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন কুমার মালাকার। তিনি ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়।
২১ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রামে আগ্রাবাদস্থ বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবার পরিকল্পনা কার্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান’র কাছ থেকে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে লিটন কুমার মালাকার সনদপত্র গ্রহণ করেন।
পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন কুমার মালাকার এর আগে ফেনী সদর উপজেলা ও ফেনী জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মনোনীত হন।
লিটন কুমার মালাকার পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ফেনী জেলা সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে লিটন কুমার মালাকার ফেনী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই অর্জন আমার কর্মক্ষেত্রে আরো উৎসাহ-অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতায় কাজ করে যাবো।