স্টাফ রিপোর্টার :
শ্লীলতাহানির অভিযোগে যুবকের উপর মামলা , এলাকাবাসীর দাবী নির্দোষ । পৌর শহরের ইকবাল নগরের বাসিন্দা মৃত ইউসুফ আলীর পুত্র আলমগীর হোসেন, জাহাঙ্গীর মিয়ার পুত্র রাব্বি আহমদ এর উপর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর ১০) ধারায় মামলা রুজু করিয়াছেন একই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রাহেলা বেগম। মামলায় উল্লেখ করা হয়েছে ইকবাল নগর গ্রামের জামে মসজিদের সামনে আলমগীর হোসেন বিভিন্ন সময় রাহেলা বেগমের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ১০ জুলাই গ্রামের মসজিদের সামনের রাস্তায় তাকে শ্লীলতাহানি করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ইকবাল নগর গ্রামে গিয়ে গ্রামের লোকদের সাথে আলাপ করে জানা যায়, আলমগীর হোসেনের সাথে এরকম কোন ঘটনা ঘটেনি। রাহেলা বেগম উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা রুজু করেছেন। গ্রামের আব্দু রউফ, কুলসুমা বেগম, মনি বেগম, জহুরা বেগম সহ গ্রামের অধিকাংশ লোকজনই বলেন আলমগীর হোসেন এরকম শ্লীলতাহানি মুলক কাজ করেছে বলে আমাদের জানা নাই। রাহেলা বেগম উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা রুজু করেছেন।