বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মধ্য ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

যা যা মিস করেছেন

মধ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আঞ্চলিক গভর্নর বলেছেন, মধ্য ইউক্রেনে সামরিক বিমানঘাঁটি ও রেলওয়ে স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিন জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইউক্রেনের পরিষেবা কর্মীও আছেন। শনিবার (২২ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  কিরোভোগ্রাড অঞ্চলের প্রধান আন্দ্রি রাইকোভিচ, হামলায় ৯ জন ইউক্রেনীয় পরিষেবা কর্মী আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security