এবি হান্নান নিজস্ব প্রতিবেদনঃ আজ লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচক আবদুল্লাহ আবু সায়ীদ ও সেলিনা হোসেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” এই স্লোগানে আজ ২৩ জুলাই পথচলার ৫ম বর্ষে পদার্পণ করবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিজেদের ফেইসবুক পেজ থেকে লাইভ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। আজ শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই আলোচনা সভাটি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ এবং বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ তরুণ লেখক ফোরামের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব; বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার; বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম; বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফুল ইসলাম এবং কলাম লেখক, সাংবাদিক, সংগঠক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা আশফাকুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংগঠনটির বর্তমান সভাপতি মারজুকা রায়না। উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখার ধারায়’ এই স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। এই পর্যন্ত প্রায় ২০টির মতো বিশ্ববিদ্যালয় ও দেশের শীর্ষ কলেজগুলোতে সংগঠনটির শাখা সক্রিয়ভাবে কাজ করছে। দেশ বিদেশের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী, গঠনমূলক সমালোচনা ও আলোচনার লেখালেখি তুলে ধরছে কলমের কালিতে।