শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মহান বিপ্লবী কর্নেল তাহেরে’র ৪৬তম হত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (২১ জুলাই )বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটের সময় উপজেলা জাসদের দলীয় কার্যালয়ে মিলাদ মাহ্ফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নান্দাইল উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হান্নান আল আজাদ উক্ত অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন, নান্দাইল উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক আমরু মিয়া। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খোকন, জাতীয় নারী জোট নান্দাইল উপজেলা শাখার সভাপতি শাহানা পারভীন (পলি), নান্দাইল উপজেলা জাতীয় যুব জোটের সভাপতি আজাহারুল ইসলাম খোকন, নান্দাইল উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আরিফ খান, জাহাঙ্গীর পুর ইউনিয়ন জাসদের সভাপতি শহিদুল্লাহ শহিদ, চন্ডিপাশা ইউনিয়ন জাসদের সভাপতি আনিসুর রহমান আনিস, মোয়াজ্জেমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আঃ সাত্তার, শেরপুর ইউনিয়ন জাসদের সভাপতি জসিম সহ উপস্থিত ছিলেন জাসদের উপজেলা ও ইউনিয়নের সংগঠনের নেতৃবৃন্দ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment