স্টাফ রিপোর্টার : নেত্রকোনা মদন উপজেলায় নিজের আপন ভাতিজাকে হত্যাকান্ডে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি নিলু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর রাতে মদন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
একইদিন দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালতে তাকে জেলে প্রেরণ করেন। নিলু উপজেলার সদর ইউনিয়নের কাইকুড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ।
তিনি জানান, সম্পত্তি সম্পর্কিত বিরোধের জেরে আপন বড় ভাই আরজু মিয়ার ছেলে কোকিলকে ২০০৫ সালের মে মাসের ৯ তারিখ কাস্তে দিয়ে গলা কেটে হত্যা করে নিলু মিয়া। ঘটনার পর থেকে এ হত্যা মামলার পলাতক একমাত্র আসামি তিনি। পরে ২০১৯ সালে আদালত নিলু মিয়াকে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।