জাতি ‘খুব কঠিন পরিস্থিতিতে’ এবং ‘সামনে বড় চ্যালেঞ্জ’ রয়েছে বলে জানান শ্রীলঙ্কার নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
আজ কড়া নিরাপত্তার মধ্যে পার্লামেন্ট কমপ্লেক্সে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়া।এর আগে বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৩৪ জন এমপির সমর্থন নিশ্চিত করতে সমর্থ হন রনিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সমর্থিত দুল্লাস আলাহাপেরুমার প্রতি সমর্থন জানান ৮২ জন এমপি। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য ন্যূনতম ১১২টি ভোট পেতে হয়। তবে প্রায় দুই ডজন ভোট বেশি পেয়ে নির্বাচিত হন বিক্রমাসিংহে।নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধার করতে নিজের সর্বোচ্চটা করে যাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়