কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবাররের মধ্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় সংবাদ সম্মেলন হয়েছে। ২০ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৩০টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় পর্যায়ে দুই শতক ভূমির ওপর নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এসব ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর আগে উপজেলায় প্রথম ধাপে উপকারভোগীর মধ্যে ১০১টি, দ্বিতীয় ধাপে ৫৫টি, তৃতীয় ধাপে ৮৫ ঘর প্রদান করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment