স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইন সেবনরত অবস্থায় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
তারা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে রনি মিয়া (৩৪) ও মৃত. সিদ্দিক মিয়ার ছেলে মো. জনিক মিয়া (২৭)।
বুধবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে মঙ্গলবার বিকালে এসআই মো. আলা উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে হেরোইন সেবনরত অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক পুড়িয়া হেরোইনের অবশিষ্ঠ অংশ ও সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি রফিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।