স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই, ২০২২ তারিখে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ‘ক’ শ্রেনীর ঘরের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার সাদিয়া উম্মুল বানীন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে জেলায় ‘ক’ শ্রেনীর ১৭৪টি উপকারভোগীদের নিকজ ভ‚মিসহ ঘর হস্তান্তর করা হবে।