রাজধানীর ধানমন্ডিতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে প্রাণ গেলো হৃদয় নামের এক কিশোরের। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রায়ের বাজার এলাকার একটি কিশোর গ্যাং ধানমন্ডির শংকর এলাকায় এলে তাদের সাথে ‘ডানা গ্রুপের’ সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় হৃদয়সহ ৩ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় হৃদয়।
পুলিশও বলছে, রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে রয়েছে গ্যাং কালচার। এরই মধ্যে ডানা গ্রুপের প্রধান ডানাকে গ্রেফতার করেছে তারা।