শেখ জহিরুল ইসলামঃ ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি মেয়ের বাবার নেই কোটি কোটি টাকা নেই কোন সম্পদ। তবে আছে মেয়ের বাবার অনেক সম্মান। এলাকার সবার কাছে সামাজিক ভাবে সম্মানিত ব্যক্তি। কিন্তু তারেই মেয়ের জীবনে ঘটেছে এমন এক‘অঘটন’। মেয়ে নিজেই বাবার কাছে জানিয়েছে এক প্রতারকের সঙ্গে সম্পর্ক করে ধর্ষণের শিকার হয়েছে। এ কথা শুনেই চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবা। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন মেয়ের বাবাকে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আঠোরোবাড়ী ইউনিয়ন মইছাতুল উত্তরপাড়া গ্ৰামে। গতকাল রবিবার রাত এমন মর্মান্তিক মৃত্যু হয়। আজ (১৮ জুলাই) সোমবার বাবাকে দাফন শেষে প্রতারক প্রেমিক একই গ্ৰামের ইব্রাহিমের পুত্র মোঃ শাহাবুল আলম@বাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরী। অভিযোগপত্রে কিশোরী উল্লেখ করে, সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পার্শ্ববর্তী বাড়ির পাশে বাড়ির শাহাবুল আলম@বাবুর (১৯) নামের এক যুবকের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।গত ঈদুল ফিতরের ছুটিতে ওই মেয়ে বাড়িতে এলে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক আত্মীয়র বাড়িতে নিয়ে ধর্ষণ করেন শাহাবুল আলম@বাবু। এরপর থেকে বিয়ে করি করি বলে আরো কয়েক বার ধর্ষণ করেছে বলে জানায় কিশোরী। শুধু তাই নয় এবার ঈদুল আজহার উপলক্ষে বাড়িতে এসে শাহাবুল আলম @বাবুর সঙ্গে দেখা করতে চাইলে তার ফোন বন্ধ পায় কিশোরী। এলাকা থেকেও তিনি লাপাত্তা। পরে সে বুঝতে পারে প্রতারণার মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি রবিবার রাতে পরিবারের সদস্যদের জানায় কিশোরী। শুনেই চিৎকার দিয়ে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয় মুমতাজ আলীর পুত্র মোঃ আজিজুল হক বলেন, ‘গরিব হলেও কিশোরীর বাবা ছিলেন সামাজিকভাবে একজন সহজ সরল মানুষ। নিজের মেয়ের এমন দুরবস্থা জানতে পেরে সহ্য করতে পারেননি। অভিযুক্তের সঠিক বিচার হওয়া প্রয়োজন।’ স্থানীয় আরেক জন,মৃত ফজর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম বলেন মেয়ের বাবা একজন সাদাসিধা মানুষ ছিলেন, মেয়ের এমন ঘটনা শুনে সইতে না পেরে মৃত্যুবরণ করেন এমন ঘটনার কঠিনতম কঠিন বিচার হওয়ার দরকার। আঠারবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ মোল্লা মোজাহিদুর রহমান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে দেখা যায় কিশোরীর বাবা মারা গেছেন। তখন লোকজন বলছিল, মেয়ে ধর্ষণের শিকার হয়েছে―বিষয়টি জানতে পেরেই লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেয়ের বাবা। ভুক্তভোগী কিশোরী লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment